বাংলা বাউল গানের ভেতরে শ্রেষ্ঠ ৩ টি গানের লিরিক্স

বাংলা গানের ভাণ্ডার বরাবর সমৃদ্ধ করে আসছে বাউল সম্রাজো। ফকির লালন সাই থেকে শুরু করে খোদ এই ২০১৫ সাল পর্যন্ত মানুষ বাউল গান শুনে আসছে। এমনকি বাংলা গানের অন্য শাখা গুলোতে ও আজ কাল কাল বাউল গান থেকে অনুপ্রানিত হয়ে অনেক গান হচ্ছে। আমরা আজ উপস্থাপন করতে জাচ্ছি বাংলা বাউল গানের শ্রেষ্ঠ ৩ টি গানের লিরিক্স যা আজ মানুষকে খনে কাদায় আবার খনে হাসায়। আমাদের সংগ্রহ আপনার ভালো লাগলে টা শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আপনারা আমাদের অনুপ্রেরনা



বাংলা বাউল গান এর সংগ্রহ – ১


গানের নাম – মাটির পিঞ্জিরা
শিল্পি – দেওয়ান হাসন রাজা

গানের সম্পর্কিত কিছু কথা – দেওয়ান হাসন রাজা বাংলাদেশের মানুষের কাছে আজো হাসন রাজা নামে পরিচিত। বাউল সাধনায় মগ্ন এই বেক্তি গানটি গেয়েছেন আজ থেকে ১৫০ বছরেরও আগে। এই গানের ভেতরে তিনি তার মনস্তাত্ত্বিক চিন্তা চেতনার বরহিপ্রকাশ করতে চেয়েছেন। তিনি এটি ছারাও আরও অনেক গানের জন্ম দিয়ে গেছেন যা আজো মানুষকে ভাবায়।


মাটির পিঞ্জরার মাঝে বন্দি হইয়ারে
কান্দে হাসন রাজার মন মুনিয়ায়রে।

মায়ে বাপে বন্দি কইলা খুশির মাজারে।
লালা ধলায় হইলাম বন্দি পিঞ্জরার ভিতরে।।
কান্দে হাসন রাজার মন মুনিয়ায়রে

পিঞ্জরায় সামাইয়া রে ময়নায় ছটফট ছটফট করে।
মজবুত পিঞ্জরা ময়নায় ভাঙ্গিতে না পারে রে।।
কান্দে হাসন রাজার মন মুনিয়ায়রে

উড়িয়া যাইবো শুয়া পাখি পড়িয়া রইবো কায়া।
কিসের দেশ কিসের কেশ কিসের মায়া দয়া
কান্দে হাসন রাজার মন মুনিয়ায়রে

হাসন রাজায় ডাকবো যখন ময়না আয়রে আয়।
এমন নিষ্ঠুর ময়নায় আর কী ফিরিয়া চায়
কান্দে হাসন রাজার মন মুনিয়ায়রে।।







বাংলা বাউল গান এর সংগ্রহ – ২


গানের নাম – জাও হে শ্যাম
শিল্পি – মরমি কবি ফরিক লালন শাহ্‌

গানের সম্পর্কিত কিছু কথা – লালন শাহ্‌ একজন রহস্যময় চিন্তার মানুষ চিলেন। তিনি তার চিন্তার ভেতরে আধাত্ত কায়েম করতে চেয়েছেন। তার প্রতিটি গান আজো অনেকের কাছে গবেষণার বিষয় হয়ে দারিয়েছে। আবার কেও কেও তার অনুসরণ করে তারই মত করে পথে নেমে পড়েছে বাউলের বেশে। তার স্মরণে তার জন্মভুমি কুষ্টিয়াতে এখন প্রতি বছর বাউল আসর বসে

এলে ভাল হবে না ও শ্যাম
যাও হে শ্যাম রাই কুঞ্জে
আর এসো না।।

গাছ কেটে জল ঢালো পাতায়
এ চাতুরি শিখলে কোথায়
উচিত শিক্ষা পাবে হেথায়
নইলে যে টের পাবে না।।

করতে চাও শ্যাম নাগরালি
যাও যেথা সেই চন্দ্রাবলী
এ পথে পড়েছে কালি
এ কালি আর যাবে না।।

কেলে সোনা জানা গেল
উপর কালো ভিতর কালো
লালন বলে উভয় ভালো
করি উভয়ের বন্দনা।।






বাংলা বাউল গান এর সংগ্রহ – ৩


গানের নাম – বন্ধে মায়া লাগাইসে
শিল্পি – শাহ আব্দুল করিম

গানের সম্পর্কিত কিছু কথা – বাউল গান মানেই জীবন দর্শনের গান হতে হবে এমন কোন নিয়ম নাই। এই গানটি তার প্রমান। আমাদের প্রেমের শুরুর আগেই যে রোষানল শুরু হয়ে যায় তারই প্রতিছবি এখানে দেখান হচ্ছে। এই গানের বয়স ৫০ বছরের কাছকাছি। কিন্তু এখনো গানটি হারিএ যায় নি। বরং দিন দিন এর জনপ্রিয়তা আরও বেড়েই যাচ্ছে। বর্তমানে অনেক নতুন সঙ্গীত শিল্পিই এই গানের রিমিক করছেন।

বন্ধে মায়া লাগাইছে
পিরিতি শিখাইছে-এ
কী জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে
বসে ভাবি নিরালা
আগে তো জানিনা বন্ধের পিরীতের জ্বালা
যেন ইটের ভাটায় দিয়া কয়লা- আগুন জ্বালাইছে
দেওয়ানা বানাইছেএ
কী জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে

আমি কী বলিবো আর?
বিচ্ছেদের অনলে পুড়ে কলিজা আঙ্গার
প্রাণ বন্ধের পিরীতের আমার - পাগল করেছে

দেওয়ানা বানাইছে
কী জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে
বাউল আব্দুল করিম গায়
ভুলিতে পারিনা আমার মনে যারে চায়
কুল-নাশা পিড়িতের নেশায় - কুল-মান গেছে
দেওয়ানা বানাইছে
কী জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে




আমাদের বাংলা বাউল গান সংগ্রহ নিয়ে আপনাদের যে কোন মতামত সাদরে গ্রহন করা হবে। নিচে আপনাদের মতামত জানাতে ভুলবেন না কিন্তু। আমদের সাথেই থাকবেন আশা করি। 

Comments