কাটেনা মায়াবী রাত (হাবিব ওয়াহিদ) বাংলা গানের লিরিক্স - bangla gaan Kate na mayabi raat by Habib wahid
শিরোনামঃ কাটেনা মায়াবী রাত (Kate na mayabi raat)
কথাঃ সাকী আহমদ (Saki ahmed)
কন্ঠঃ হাবিব (Habib)
অ্যালবামঃ অবশেষে (Oboseshe)

কাটেনা মায়াবী এই রাত কাটেনা
কাটেনা তুমিহীনা এ রাত কাটেনা
মন চায় কাছে পেতে
তোমাতে আজ মিশে যেতে
নির্জনে জোছনাতে এসোনা এ রাতে
আমার বাহুডোরে
কাটেনা মায়াবী এই রাত কাটেনা
কাটেনা তুমিহীনা এ রাত কাটেনা
তোমাকে ভেবে মন
লিখেছে কবিতা
জানি না তুমিকি জানো তা
তুমি না এলে হায়
বলো না কি উপায়
কি হবে বল এই জোছনায়
তুমি এসোনা কাছে ভালোবাসোনা
চলো ভেসে যাই সুখেরও ভেলায়
মন চায় কাছে পেতে
তোমাতে আজ মিশে যেতে
নির্জনে জোছনাতে এসোনা এ রাতে
আমার বাহুডোরে
কাটেনা মায়াবী এই রাত কাটেনা
কাটেনা তুমিহীনা এ রাত কাটেনা
হাজারো জোনাকি জ্বলে
মিটি মিটি
তোমারও ভাবনায় একাকী
রুপালী আকাশে
তারার পানে চেয়ে
জেগে রই তোমারই প্রতিক্ষায়
তুমি এসোনা কাছে ভালোবাসোনা
চলো ভেসে যাই সুখেরও ভেলায়
মন চায় কাছে পেতে
তোমাতে আজ মিশে যেতে
নির্জনে জোছনাতে এসোনা এ রাতে
আমার বাহুডোরে
কাটেনা মায়াবী এই রাত কাটেনা
কাটেনা তুমিহীনা এ রাত কাটেনা
কথাঃ সাকী আহমদ (Saki ahmed)
কন্ঠঃ হাবিব (Habib)
অ্যালবামঃ অবশেষে (Oboseshe)

কাটেনা মায়াবী এই রাত কাটেনা
কাটেনা তুমিহীনা এ রাত কাটেনা
মন চায় কাছে পেতে
তোমাতে আজ মিশে যেতে
নির্জনে জোছনাতে এসোনা এ রাতে
আমার বাহুডোরে
কাটেনা মায়াবী এই রাত কাটেনা
কাটেনা তুমিহীনা এ রাত কাটেনা
তোমাকে ভেবে মন
লিখেছে কবিতা
জানি না তুমিকি জানো তা
তুমি না এলে হায়
বলো না কি উপায়
কি হবে বল এই জোছনায়
তুমি এসোনা কাছে ভালোবাসোনা
চলো ভেসে যাই সুখেরও ভেলায়
মন চায় কাছে পেতে
তোমাতে আজ মিশে যেতে
নির্জনে জোছনাতে এসোনা এ রাতে
আমার বাহুডোরে
কাটেনা মায়াবী এই রাত কাটেনা
কাটেনা তুমিহীনা এ রাত কাটেনা
হাজারো জোনাকি জ্বলে
মিটি মিটি
তোমারও ভাবনায় একাকী
রুপালী আকাশে
তারার পানে চেয়ে
জেগে রই তোমারই প্রতিক্ষায়
তুমি এসোনা কাছে ভালোবাসোনা
চলো ভেসে যাই সুখেরও ভেলায়
মন চায় কাছে পেতে
তোমাতে আজ মিশে যেতে
নির্জনে জোছনাতে এসোনা এ রাতে
আমার বাহুডোরে
কাটেনা মায়াবী এই রাত কাটেনা
কাটেনা তুমিহীনা এ রাত কাটেনা