সুরকার – শ্রেয়া ঘোষালকণ্ঠ – শ্রেয়া ঘোষালঅ্যালবাম – Ekla akash
বছর - 2013
আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে
শুধু তোমায় ভালোবেসে
আমার দিন গুলো সব রং চিনেছে তোমার কাছে এসে
শুধু তোমায় ভালোবেসে (2)
তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে
ভোর এর শিশির মুখ ছুয়ে যায় তোমায় ভালোবেসে
আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে
শুধু তোমায় ভালোবেসে... (2)
আমার ক্লান্ত মন, ঘর খুজেছে জখন
আমি চাইতাম, পেতে চাইতাম
শুধু তোমার টেলিফোন
ঘোর ভরা দুপুর, আমার একলা থাকার
সুর
রোদ গাইতো, আমি ভাবতাম তুমি
কোথায়, কতো দূর
আমার বেসুর গিটার সুর বেধেছে তোমার কাছে এসে
শুধু তোমায় ভালোবেসে
আমার একলা আকাশ চাদ চিনেছে তোমার হাসিহেসে
শুধু তোমায় ভালোবেসে... (2)
অলস মেঘলা মন, আমার আবছা ঘরের
কোন
চেয়ে রই তো!!! শুনতে চাই তো
তুমি আসবে আর কখন
শান্ত ঘুঘুর ডাক, ধুলো মাখা বইয়ের
তাক
যেন বলছে, বোলে চলছে থাক অপেক্ষাতে থাক
আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে
শুধু তোমায় ভালোবেসে
আমার দিন গুলো সব রং চিনেছে তোমার কাছে এসে
শুধু তোমায় ভালোবেসে (2)
Thanks for Reading Amar ekla akash lyrics in Bangla
You may also like -
Comments
Post a Comment